হাদিস ০২

আবূ হুরাইরাহ
রাদিয়াল্লাহু আনহু
হতে বর্ণিত, তিনি বলেন,
আমি রসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
কে বলতে শুনেছি যে-
রসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন,
“দুটি কালেমা (বাক্য)
রয়েছে, যে দুটি দয়াময়
আল্লাহর
কাছে অতি প্রিয়,
জবানে (উচ্চারণে) খুবই
সহজ, আমলের পাল্লায়
অত্যন্ত ভারী। তা হচ্ছে,
‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম।’
অর্থাৎ, আমরা আল্লাহ
তা’আলার
প্রশংসা সহকারে তাঁর
পবিত্রতা ঘোষণা করছি,
মহান আল্লাহ অতীব
পবিত্র।”
[সহীহ বুখারী ৬৪০৬;সহীহ মুসলিম ২৬৯৪]

https://www.dropbox.com/s/fdk9uz75wpdra0h/light%20of%20islam.apk?dl=0

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form