রাব্বানা দোয়া সমূহ (১ থেকে ৫)

পবিত্র আল-কুরআনে বর্ণিত দোয়া সমূহ পর্ব ১
পর্ব ২ দেখুন


রাব্বানা ১ (বাকার ১২৭)

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ

উচ্চারনঃ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
অনুবাদঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ

Pronunciation:  Rabbana taqabbal minna innaka antas Sameeaul Aleem
Translation: Our Lord! Accept (this service) from us: For Thou art the All-Hearing, the All-knowing.


রাব্বান ২ (বাকার ১২৮)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারনঃ রাব্বানা ওয়াযআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন দুনিয়াতাইনি উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা আনাসিকানা ওয়া তাব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম ।
অনুবাদঃ পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু।

Pronunciation: Rabbana wa-j'alna Muslimayni laka wa min Dhurriyatina 'Ummatan Muslimatan laka wa 'Arina Manasikana wa tub 'alayna 'innaka 'antat-Tawwabu-Raheem
Translation: Our Lord! Make of us Muslims, bowing to Thy (Will), and of our progeny a people Muslim, bowing to Thy (will); and show us our place for the celebration of (due) rites; and turn unto us (in Mercy); for Thou art the Oft-Returning, Most Merciful.


রাব্বান ৩ (বাকার ২০১)

رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারনঃ রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবাননার
অনুবাদঃ হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

Pronunciation: Rabbanaaa Aatinaa Fiddunyaa H’asanata Wa Fil Aakhirati H’asanata Wa Qinaa A’d’aaban Naar
Translation: Our Lord! Give us in this world that which is good and in the Hereafter that which is good, and save us from the torment of the Fire!


রাব্বান ৪ (বাকার ২৫০)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ

উচ্চারনঃ রব্বানা আফরি আলাইনা সাবরআন ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলা কাওমিল কাফিরিন
অনুবাদঃ হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।

Pronunciation: Rabbana afrigh 'alayna sabran wa thabbit aqdamana wansurna 'alal-qawmil-kafirin
Translation: Our Lord! Bestow on us endurance, make our foothold sure, and give us help against the disbelieving folk.


রাব্বান ৫ (ইমরান - ৮)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ ھَدَيْتَنَا وَھَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَھَّابُ

উচ্চারনঃ রব্বানা লাতুয কুলুবানা বাআদা ই’য হাদায়তানা ওয়া হাবলানা মিললাদুনকা রহমাহ, ইন্নাকা আনতাল ও্হহাব
অনুবাদঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।

Pronunciation: Rabbanaa Laa Tuzigh Quloobanaa Ba’-Da Id’hadaytanaa Wa Hab Lanaa Mil Ladunka Rah’mah Innaka Antal Wahaab
Translation: Our Lord! Let not our hearts deviate (from the truth) after You have guided us, and grant us mercy from You. Truly, You are the Bestower.


Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form