রাব্বানা ৬ (সুরা আল বাকারা আয়াত ২৮৬)
ۭرَبَّنَا لَا تُؤَاخِذْنَآ اِنْ نَّسِيْنَآ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَي الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۪ وَاغْفِرْ لَنَا ۪ وَارْحَمْنَا ۪ اَنْتَ مَوْلٰىنَا فَانْــصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ
উচ্চারনঃ
রাব্বানা লা তুয়াখিযনা ইন নাসিইনা আও আখতাআনা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামিলতাহু আলা আল্লাহযিনা মিন কাবলিনা, রাব্বানা ওয়া লা তুহাম্মালনা মা লা তাকাতা লানা বিহি, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনি আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফেরিনি ।
অনুবাদঃ
হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
Pronunciation:
Rabbanaa Laa Too-Akhid’naaa In-Naseenaa Aw Akht’aanaa Rabbanaa wa Laa Tah’mil A’laynaaa Is’ran Kamaa Ha’maltahoo A’lal Lad’eena min Qablinaa Rabbanaa wa Laa Tuh’ammilnaa Maa Laa T’aaqata Lanaa Bih Wa’-Fu A’nnaa Waghfirlanaa Warh’amnaa Anta Mawlaanaa Fans’urnaa A’lal Qawmil Kaafireen
Translation:
Allah burdens not a person beyond his scope. He gets reward for that (good) which he has earned, and he is punished for that (evil) which he has earned. "Our Lord! Punish us not if we forget or fall into error, our Lord! Lay not on us a burden like that which You did lay on those before us; our Lord! Put not on us a burden greater than we have strength to bear. Pardon us and grant us Forgiveness. Have mercy on us. You are our Maula (Patron, Supporter and Protector, etc.) and give us victory over the disbelieving people."
রাব্বান ৭ ( সুরা আল ইমরান আয়াত ৯)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
উচ্চারনঃ
রাব্বানা ইন্নাকা জামিয়ুননাসি লিয়াওমিল লারাইবা ফিইহি ইন্না আল্লাহা লা ইউখলিফুল মিয়াদ
অনুবাদঃ
হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। [সুরা ইমরান ৯]
Pronunciation:
Rabbana innaka jami'unnasi li-Yawmil la rayba fi innAllaha la yukhliful mi'aad
Translation:
Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allah does not fail in His promise.
রাব্বান ৮ (সুরা আল ইমরান আয়াত ১৬)
رَبَّنَآ اِنَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারনঃ
রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়াকিনা আযাবান-নার
অনুবাদঃ
হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
Pronunciation:
Rabbana innana amanna faghfir lana dhunuubana wa qinna 'adhaban-Naar
Translation:
Our Lord! We have indeed believed, so forgive us our sins and save us from the punishment of the Fire.
রাব্বান ৯ (সুরা আল ইমরান আয়াত ৫৩)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَِ
উচ্চারনঃ
রাব্বানা আমান্না বিমা আনযালতা ওততাবাআনা-ররাসুলা ফাকতুবুনা মায়া-সসাহিদিইনা
অনুবাদঃ
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।
Pronunciation:
Rabbana amanna bima anzalta wattaba 'nar-Rusula fak-tubna ma'ash-Shahideen
Translation:
Our Lord! We believe in what Thou hast revealed, and we follow the Messenger. Then write us down among those who bear witness.
রাব্বান ১০ (সুরা আল ইমরান আয়াত ১৪৭)
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَ اِسْرَافَنَا فِيْٓ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ
উচ্চারনঃ
রাব্বানা-গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াছাব্বাত আকদামানা ওয়ানযুরনা আলার কাওমিল কাফিরিন ।
অনুবাদঃ
হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।
Pronunciation:
Rabbanaghfir lanaa d’unoobanaa wa israafanaa fee amrinaa wa thabbit aqdaamanaa wan s’urnaa a’lal qawmil kaafireen
Translation:
Our Lord! Forgive us our sins and our transgressions (in keeping our duties to You), establish our feet firmly, and give us victory over the disbelieving folk.
Tags
Dua - দো'আ