সালাতুত তাসবীহ মুলত অধিক তাসবিহ পড়বার সালাত, যে সালাতে ৩০০ বা এর অধিক বার তাসবীহ পাঠ করা হয় ।
এই সালাতে যে তাসবীহ পাঠ করা হয় তা হলো-
"সুবহা-নাল্লা-হি, ওয়াল হামদুলিল্লা-হি, অলা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লাহ-হু আকবর"
সালাতের নিয়মঃ
এই সালাত মুলত ৪ রাকাত, এবং এটি নফল ।প্রথম রাকাতে কিরাআতের শেষে উল্লেখ্য দোয়া ১৫ বার পাঠ করতে হবে ।
রুকুতে (রুকুর তাসবীহ পাঠ শেষে) আরো ১০ বার উল্লেখ্য দোয়াটি পাঠ করতে হবে ।
রুকু থেকে উঠার পর তাসবীহ পাঠ শেষে আরো ১০ বার উল্লেখ্য দোয়াটি পাঠ করতে হবে ।
সিজদায় গিয়ে, সিজদার তাসবীহ শেষ করে আরো ১০ বার উল্লেখ্য দোয়াটি পাঠ করতে হবে ।
প্রথম সিজদা থেকে উঠে মাঝে আরো ১০ বার উল্লেখ্য দোয়াটি পাঠ করতে হবে এবং পুনারয় দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবীহ শেষে, আরো ১০ বার পাঠ করতে হবে । অতঃপর
দ্বিতীয় সিজদা শেষে উঠে দাড়াবার পূর্বেই বসা অবস্থায় আরো ১০ বার পাঠ করবে ।
এবং প্রত্যেক রাকাতে একই ভাবে পড়তে থাকবে এবং এভাবেই ৪ রাকাত নামাজ শেষ করবে ।
সুতরাং দেখা যাচ্ছে যে এক রাকাতে এই তাসবীহ (১৫+১০+১০+১০+১০+১০+১০=৭৫) বার করে মোট ৪ রাকাতে ৭৫*৪=৩০০ বার পাঠ করা হচ্ছে ।
এই নামাজ দিনে একবার অথবা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার নইলে জীবনে একবার আদায় করতে করবে ।
এতে করে আগে-পিছের সকল জানা-অজানা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ ।
(আবুদাঊদ হা/১২৯৭-৯৯, ইবনু মাজাহ হা/১৩৮৬-৮৭; ঐ, মিশকাত হা/১৩২৮, ‘ছালাতুত তাসবীহ’ অনুচ্ছেদ-৪০)
আলেমদের নিকট এটি একটি বিদায়াত নামাজ (আবু-হানিফা, শাফেয়ী, মালেকী সহ বড় বড় আলেমদের নিকট থেকে এই নামাজের ব্যাপারে কোন মতামত পাওয়া যায় না)