দুই জন মুসলমান মুখোমুখি যুদ্ধ করলে উভয়ে জাহান্নামি হবে
byPapps•
হযরত আহনাফ ইবনে কায়স (রাঃ) বলেন, এক সময়
আমি হযরত আলি (রাঃ) এর সাহায্যার্থে রওয়ানা হলাম । পথিমধ্যে আবূ বকর (রাঃ) এর সাথে
সাক্ষাত হলে তিনি আমাকে জিজ্ঞাস করলেন, কোথায় যাচ্ছ । বললাম,হযরত আলি (রাঃ) এর সাহায্যার্থে (সিফফীন
যুদ্ধে) রওয়ানা হয়েছি । এতচ্ছ্রবণে তিনি আমাকে বললেন বাড়ি ফিরে যাও । আমি রাসূল
(সাঃ) কে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান পরস্পর যুদ্ধে মুখোমুখি হয়, তখন তাদের
হত্যাকারি ও হত্যাকৃত উভয়েই জাহান্নামি হয় । তখন আমি বললাম ইয়া রাসূলাল্লাহ
হত্যাকারী তো স্বীয় অপরাধের কারনে জাহান্নামি হবে । তবে হত্যাকৃত ব্যক্তির অপরাধ
কি ? উত্তরে তিনি বলেন, হত্যাকৃত ব্যাক্তি তো হত্যাকারিকে হত্যা করার জন্য সচেষ্ট
ছিল ।