হযরত ওসামা রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত নবী করীম সাঃ কে বলতে শুনেছি, কেয়ামতের দিন এক ব্যাক্তিকে আনা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে । তখন আগুনের তাপে তার নাড়িভুড়ি বের হয়ে পড়বে এবং সে এমনভাবে ঘুরতে থাকবে যেমনভাবে গাধা তার চাকা নিয়ে ঘুরতে থাকে । জাহান্নামবাসীরা তার নিকট জড়ো হয়ে বলবে তোমার এ অবস্থা কেন ? তুমি না আমাদের সৎকাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করতে ? সে বলবে আমি তোমাদের ভাল কাজের আদেশ করতাম অথচ আমি নিজেই অন্যায় কাজে লিপ্ত হতাম । (বুখারী ১২৮০)