যে সৎকাজের আদেশ করে কিন্তু নিজে সেই সৎকাজ করে না তার শাস্তি কিরূপ হবে?

হযরত ওসামা রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত নবী করীম সাঃ কে বলতে শুনেছি, কেয়ামতের দিন এক ব্যাক্তিকে আনা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে । তখন আগুনের তাপে তার নাড়িভুড়ি বের হয়ে পড়বে এবং সে এমনভাবে ঘুরতে থাকবে যেমনভাবে গাধা তার চাকা নিয়ে ঘুরতে থাকে । জাহান্নামবাসীরা তার নিকট জড়ো হয়ে বলবে তোমার এ অবস্থা কেন ? তুমি না আমাদের সৎকাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করতে ? সে বলবে আমি তোমাদের ভাল কাজের আদেশ করতাম অথচ আমি নিজেই অন্যায় কাজে লিপ্ত হতাম । (বুখারী ১২৮০)


Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form