আল কুরআনে উল্লেখিত মুমিন নারী ও পুরুষের ১২টি আদর্শ বা গুণবালী

ইসলামের দৃষ্টিতে পরিবার সমাজ দেশ গঠনে আদর্শ নারী ও পুরুষের বিশেষ প্রয়োজন । দেশমাতৃকায় নিয়োজিত হওয়ার জন্য যেসব আদর্শ বা গুণাবলী নারী ও পুরুষের অর্জন করা প্রয়োজন তা আল্লাহ তাআলা পবিত্র কুরাআন মাজিদে উল্লেখ করেছেন ।










আল্লাহ তাআলা বলেন,

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِ‌ينَ وَالصَّابِرَ‌اتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُ‌وجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِ‌ينَ اللَّـهَ كَثِيرً‌ا وَالذَّاكِرَ‌اتِ أَعَدَّ اللَّـهُ لَهُم مَّغْفِرَ‌ةً وَأَجْرً‌ا عَظِيمًا
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّـهُ وَرَ‌سُولُهُ أَمْرً‌ا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَ‌ةُ مِنْ أَمْرِ‌هِمْ ۗ وَمَن يَعْصِ اللَّـهَ وَرَ‌سُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার। 35 
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। 36
(আল কুরাআন, সুরা আহযাব, আয়াতঃ৩৫-৩৬)

উক্ত আয়াতে আল্লাহ তাআলা ১২ টি গুনের কথা বলেছেন তা হলোঃ

০১। মুসলমান হওয়া বা আল্লাহর কাছে আত্মসমার্পণ করা ।
০২। মুমিন বা বিশ্বাস স্থাপনকারী হওয়া ।
০৩। আল্লাহর দিকে মনোনিবেশ কারী হওয়া । 
০৪। সত্য ও ন্যায়নিষ্ঠ হওয়া । 
০৫। সত্যের পথে দৃঢ়তা অবলম্বনকারী হওয়া । 
০৬। আল্লাহর নিকট বিনীত-নম্র হওয়া । 
০৭। দানশীল হওয়া । 
০৮। ছিয়াম পালন কারা ।
০৯। লজ্জস্থানের হেফাজত করা ।
১০। আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করা । 
১১। আল্লাহ ও তার রাসূলের ফয়ছালাকে চূড়ান্তভাবে মেনে নেওয়া ।
১২। যে নারী পুরুষ আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানী করে  না । 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ১২টি গুন অর্জন করার তৌফিক দান করুন, আমিন ।

বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইলো

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form