দশটি বস্তু ফলহীন, যা কোন কাজে লাগে না

হাফেজ ইবনুল ক্বাইয়িম রঃ বলেন দশটি বস্তু ফলহীন, যা কোন কাজে লাগে না
তা হলোঃ
  1. ঐ ইলম, যে মোতাবেক আমল করা হয় না ।
  2. ঐ আমল, যার মধ্যে ইখলাস নেই ।
  3. ঐ মাল, যা আল্লাহর পথে খরচ হয় না ।
  4. ঐ অন্তর, যা আল্লাহর ভালোবাসা হতে খালি ।
  5. ঐ দেহ, যা আল্লাহর আনুগত্য হতে মুক্ত ।
  6. ঐ ভালোবাসা, যা তার প্রেমাস্পদ আল্লাহর হুকুম মানতে আগ্রহী নয় । 
  7. ঐ সময়, যা ত্রুটি সংশোধন ও নেক অর্জন হতে শুন্য ।
  8. ঐ চিন্তাধারা, যা অনুপকারী কাজে ব্যাপৃত থাকে ।
  9. ঐ খিদমত, যা আল্লাহর নিকটবর্তী করে না বা দুনিয়াতেও কোন কল্যাণ বয়ে আনে না ।
  10. ভয় করা ঐ বস্তুকে বা আকাংখা করা ঐ বস্তুর নিকটে, যে নিজ আল্লাহর হাতে মুঠির মধ্যে বন্দী ।

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form