আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান
আল্লাহ বলেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার প্রতি ব্যয় করব। (বুখারী ৫৩৫২)
আল্লাহর রাস্তায় ব্যায় করলে তার
প্রতিদান চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়-
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন
সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি
বীজের মত,
যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা
থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। [ সুরা
বাকারা ২৬১ ]
দান কারির কোন চিন্তা নেই-
যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। তাদের জন্যে তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে।
তাদের কোন আশংঙ্কা নেই এবং তারা চিন্তিত ও হবে না। [ সুরা বাকারা ২৭৪ ]
দান করলে আল্লাহ তাআলা রিযিক বাড়িয়ে
দিবেন-
বলুন, আমার পালনকর্তা তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং সীমিত
পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় কর, তিনি তার বিনিময় দেন। তিনি উত্তম রিযিক দাতা। [ সুরা সা’বা ৩৯ ]
দান কারিকে উত্তম প্রতিদান দেয়া হবে-
হযরত আবূ হুরাইরা রা. হতে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন
বলেন,
হে আল্লাহ্! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী: ১৪৪২, সহীহ্ মুসলিম: ১০১০)
Tags
Shariah