বিবাহিত দম্পতির জন্য আল্লাহর রাসূল সাঃ আমাদের দোয়া করার জন্য সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন ।
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারনঃ বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামিয়া বাইনাকুমা ফি খাইরি
অর্থঃ আল্লাহ তোমার কল্যাণ করুন, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক।
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাউকে বিয়ের পর শুভেচ্ছা জানালে বলতেনঃ ‘আল্লাহ তোমার কল্যাণ করুন, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক। (আবু দাউদ - ২১৩০)
Tags
Dua - দো'আ
This comment has been removed by a blog administrator.
ReplyDelete