ঝড় তুফানের সময় যে দোয়া পড়তে হয়


ঝড় তুফান আল্লাহর গজবের অন্তর্ভূক্ত তাই ঝড় তুফানের সময় আল্লাহর কাছে এর থেকে রক্ষা পাবার জন্য দোয়া করা । যেমন ঝড়-তুফানের সময় রাসূলুল্লাহ (ছাঃ) পড়তেন-

اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্না আসআলুকা খাইরা হা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উুরসিলাত বিহি ওয়া আউুযুবিকা মিন সাররিহা ওয়া সাররি মা ফিহা ওয়া সাররি মা আরসিলাত বিহি ।

অর্থ : ‘হে আল্লাহ আমি তোমার নিকট এ ঝড়ের কল্যাণ কামনা করছি। যে কল্যাণ রয়েছে এর মধ্যে এবং যে কল্যাণ পাঠানো হয়েছে এর সাথে। আর তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি এ ঝড়ের অকল্যাণ হ’তে। যে অকল্যাণ এর মধ্যে রয়েছে এবং যে অকল্যাণ দ্বারা একে পাঠানো হয়েছে’ 
(বুখারী, মুসলিম, মিশকাত হা/১৫১৩)।

উবাই ইবনে কা‘ব (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, বায়ুপ্রবাহকে গালি দিয়োনা, বরং তোমরা অপসন্দনীয় কিছু দেখলে বল

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيْحِ وَخَيْرِ مَا فِيْهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيْحِ وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ

(তিরমিযী, মিশকাত হা/১৫১৮)


Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form