আমাদের সমাজে বহূল প্রচলিত জাল হাদীস পর্ব ০১

আমাদের সমাজে বহূল প্রচলিত জাল হাদীস সমুহঃ

>>>  ইমাম আবু হানিফা রাহঃ আল্লাহকে স্বপ্নে দেখেছেন ৮০ বার।(মিথ্যা কথা)আল্লাহকে কউ দেখতে পারবেনা কিয়ামতের দিন ছাড়া। (আল্লাহকে দুনিয়ার কোন চোখ দেখতে পারে না...... সুরা আন আম-১০৩)

  >>> যে ব্যক্তি ইমামের পিছনে কিছু (সুরা ফাতিহা) পাঠ করবে তার মুখকে আগুন দিয়ে ভরে দেওয়া হবে।(জাল হাদীস)

  >>> যে ব্যক্তি পরহেযগার আলেমে পিছনে সালাত আদায় করলো, সে যেন নবীর পিছনে সালাত আদায় করল।(জাল হাদীস)

>>> তিনি অন্ধকার ঘরে আলো না জ্বালানো পর্যন্ত বসতেন না।(হাদীসটি জাল)

  >>> আমার উম্মতের উপর জাহান্নামের আগুনের গরম একটি ঘুঘুর গরমের ন্যায়।(হাদীসটি জাল)

  >>> তোমরা বিবাহ কর কিন্তু তালাক দিও না। কারণ তালাক দিলে আল্লাহর আরশ কেপে উঠে।(হাদীসটি জাল)

  >>> ভাল চরিত্রই হচ্ছে ভাল কর্মের মধ্যে সর্বোত্তম।(হাদী
সটি জাল)

  >>> তোমরা হজ্জ কর, কারণ হজ্জ শুনাহগুলোকে ধুয়ে ফেলে যেরূপ পানি মাযলাগুলোকে ধুয়ে ফেলে।(হাদীছটি জাল)

  >>> যে ব্যক্তি আরবদের সাথে প্রতারণা করবে, সে আমার শাফা’য়াতের অন্তর্ভূক্ত হবে না। আর আমার বালবাসাও তাকে প্রহণ করবে না।(হাদীছটি জাল)

  >>> যে ব্যক্তি আলেমের তাকলীদ (দলীল ছাড়াই তার অন্ধ অনুসরণ) করবে সে আল্লাহর সাথে নিরাপদে মিলিত হবে।(এটির কোন ভিত্তি নেই)

  >>> তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের নেককার সম্প্রদায়ের মাঝখানে দাফন কর। কারণ মৃত ব্যক্তি খারাপ প্রতিবেশীর কারণে কষ্ট পায় যেরূপ জীবিত ব্যক্তি খারাপ প্রতিবেশীর কারণে কষ্ট পায়।(হাদীসটি জাল)

  >>> আমার দু’টি পেশা আছে। যে ব্যক্তি সে দু’টোকে ভালবাসবে ভালবাসবে অবশ্যই সে আমাকে ভালবাসল। আর যে ব্যক্তি সে দুটোকে ঘৃণা করবে সে আমাকে ঘৃণা করল। সে দু’টো হচ্ছে দারিদ্রতা আর জিহাদ। (হাদীসটির কোন ভিত্তি নেই)

  >>> আমার উম্মাতের মধ্যে এক ব্যাক্তির আবির্ভাব ঘটবে যাকে বলা হবে মুহাম্মাদ ইবনু ইদরীস। সে আমার উম্মাতের জন্য ইবলীসের চেয়েও বেশী ক্ষতিকর। আর আমার উম্মাতের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যাকে বলা হবে আবূ হানিফাহ। সে হবে আমার উম্মাতের চেরাগ।(হাদীসটি জাল)হাদীস নং-৫৭০

  >>> আল্লাহর অলীকে দানশীলতা এবং উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করা হয়েছে।(হাদীসটি জাল)

  >>> যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করবে, অতঃপর সে রাতেই মারা যাবে সে শহীদ হিসেবে মৃত্যু বরণ করল।(হাদীসটি জাল)

  >>> যে কোন যুবক অল্প বয়সে বিয়ে করলে তার শয়তান চিল্লিয়ে বলেঃ হায় অপমান। সে তার দ্বীনকে আমার থেকে বাঁচিয়ে নিল।(হাদীসটি জাল)

  >>> সুলায়মান (আঃ)- এর আংটির নকশায় লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা ছিল। (হাদীছটি জাল)

  >>> তিনি কঙ্কর (পাথর) দ্বারা তাসবীহ পাঠ করতেন (হাদীসটি জাল (বানোয়াট)

  >>> কুরবানীকারীর জন্য তার প্রতিটি চুলের STUবিনিময়ে একটি করে সওয়াব অর্জিত হবে। (হাদীসটি জাল, হাদীস নং-১০৫০)

  >>> পাঁচটি রাত রয়েছে যেগুলোর মধ্যে দু’আ প্রত্যাখ্যাত হয় নাঃ রজব মাসের প্রথম রাত, মধ্য শা’বানের রাত (শবে বারাআত), জুমু’আর রাত, ঈদুল ফিতরের রাত ও কুরবানীর রাত।(হাদীসটি বানোয়াট)

  >>> কোন নবীর কখনও স্বপ্নদোষ হয়নি। স্বপ্নদোষ শয়তানের পক্ষ থেকে ঘটে থাকে। (হাদীসটি বাতিল)
 
 >>> উসুফ নবী জুলিখা বিবির প্রেমে পরে ছিল। (মিথ্যা কথা)

  >>> পাক-পাঞ্জাতন। অর্থাৎঃ রাসূল সাঃ, আলী রাঃ, ফাতিমা রাঃ, হাসান ও হুসাইন রাঃ কে একত্রে পাক পানঞ্জাতন বলে।(এগুলো মিথ্যা কথা)

  >>> উয়াইস কুরুনীকে রাসূল সাঃ এর জুব্বা দিয়ে ছিলেন।(মিথ্যা কথা)
(উয়াইস কুরুনীকে নিয়ে যা বলা হয় সব মিথ্যা কথা)

>>> আলী রাঃ কে দাফন করা হয় উটের পিঠে। (মিথ্যা কথা)

  >>> ওলীগণ মরেনা, তারা কবরে সালাত আদায় করে। (জাল হাদীস)

  >>> শরীয়ত বৃক্ষ, তরীকত তার শাখা-প্রশাখা, মারিফত তার পাতা এবং হাকীকত তার ফল।(জাল হাদীস)

  >>> আল্লাহর কসম বা শপথ কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। (জাল হাদীস)

  >>> আল্লাহ তা’আলা মধুর শুরে কুরআন তেলাওয়াতের অনুমতি দেননি।(জাল হাদীস)

  >>> যে ব্যক্তি সালাতে দু হাত উঠাবে তার সালাতই হবে না।(জাল হাদীস)

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form