হাদীস বর্ণনা করার ক্ষেত্রে রাসূল সাঃ এর সর্তক বাণী

হাদীস বর্ণনা করার ক্ষেত্রে রাসূল সাঃ এর সর্তক বাণীঃ-

১. হাদীস বর্ণনা করা সম্পর্কে রাসূল সাঃ বলেন, আমার পক্ষথেকে একটি কথা যানা থাকলে তা আন্যের নিকট পৌঁছে দাও। আর তোমরা বানী ইসরাঈলদের সম্পর্কেও বর্ণনা কর,তাতে কোন সমস্যা নেই।তবে কেউ যদি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে তাহলে সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। বুখারী:৩৪৬১

 ২. মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারো প্রতি মিথ্যা আরোপ করার মত নয় । যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয় ।
(মুগীরা (রাঃ)আরও বলেছেন, ) আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে আরও বলতে শুনেছি, যে (মৃত) ব্যক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেওয়া হবে ।
সহীহুল বুখারী :: হাদিস : ১২৯১ ( আ.প্র. ১২০৬, ই.ফা. ১২১৪) (মুসলিম হাঃ ৯৩৩, আহমাদ, হাঃ ১৮২৬৫)

 ৩. আলী ইবনুল জা‘দ (রাঃ)... ‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে।
সহীহুল বুখারী :: হাদিস : ১০৬ ( আ.প্রঃ ১০৪, ই.ফা. ১০৭)

 ৪. মুগীরাহ ইবনু শু‘বাহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি নিজ ধারণা মতে আমার বরাতে কোন (মিথ্যা) হাদীস বর্ণনা করলো সে অন্যতম মিথ্যাবাদী। সুনানু ইবনে মাজাহ্ :: হাদিস ৪২, তিরমিযী ২৬৬২

৫. ‘আলী রাঃ থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: যে ব্যক্তি আমার নামে কোন মিথ্যা হাদীস বর্ণনা করলো, সে অন্যতম মিথ্যাবাদী। সুনানু ইবনে মাজাহ্ :: হাদিস ৪০

 ৬. ইসমাঈল ইবন মূসা আল-ফাযারী ইবন বিনতিস্ সুদ্দী (রাঃ.) ........ আলী ইবন আবী তালিব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে দাখিল হবে। সহিহ আত্ তিরমিজি:হাদিস ২৬৬০

৭. আবূ হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দলীল-প্রমাণ ও প্রয়োজনীয় যোগ্যতা ব্যতীত কাউকে সিদ্ধান্ত (ফাতাওয়া) দেয়া হলে তার পাপের বোঝা ফাতাওয়া প্রদানকারীর উপর বর্তাবে। সুনানু ইবনে মাজাহ্ :: হাদিস ৫৩, আবূ দাঊদ ৩৬৫৭, আহমাদ ৮০৬৭, ৮৫৫৮।

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form