কিয়ামতের দিন যে ৭ শ্রেণীর সৌভাগ্যবান মানুষ আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় পাবে

কিয়ামতের দিন এত কঠিন হবে যে আল্লাহর  আরশের ছায়া ব্যাতিত আর কোন ছায়া থাকবে না ৷ সবাই কঠিন উত্তপ্ত সূর্যের নিচে থাকবে শুধুমাত্র সাত শ্রেণীর মানুষ ব্যাতিত ৷
কোন সেই ৭ শ্রেণীর মানুষ আসুন নিচের হাদিস টি হতে জেনে নেই ৷ সম্ভব হলে শেয়ার করে অন্যকে জানাই

হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত, রাসূল (সাঃ) বলেছেন , সাত শ্রেণীর লোক কে আল্লাহ তাআলা তার ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না
১. ন্যায়পরায়ন রাজা বা বাদশাহ।
২. ঐ সকল ব্যক্তি যারা যৌবনকালে আল্লাহর
ইবাদতবন্দেগীতে সময় কাটিয়েছে।
৩. ঐ সকল ব্যক্তি যারা আল্লাহর স্মরণ এবং
নামাজের উদ্দেশ্যে সার্বক্ষণিক
নিজের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছে।
৪. ঐ সকল ব্যক্তি যারা একাকীত্বে, গোপনে ও
নির্জনে খোদায়ী ভয়- ভীতি ও খোদায়ী প্রেম-
প্রীতিতেকান্নাকাটি ও
রোনাজারি করেছে।
৫. ঐ দুই ব্যক্তি যারা পরস্পরে খালেছ নিয়তে
একমাত্র আল্লাহর রেজা ও সন্তুষ্টি
অর্জনের লক্ষ্যে অন্তর থেকে
একে অপরকে ভালবেসেছে। সেই ভালবাসা
প্রকাশ্যে
যেমন গোপনেও ছিল তেমনি, কোন অবস্থাতেই
তারমাঝে কোন তারতম্য বা
লোক দেখানো খায়েশ ছিল না।
৬. ঐ সকল ব্যক্তি যারা আল্লাহর রাহে এমন
ভাবে দান-খয়রাত করেছে যে, আল্লাহ্ এবং
একমাত্র ঐ ব্যক্তি ছাড়া অন্য কেউই তা
জানতে পারেনি।
৭. ঐ সকল ব্যক্তি যাদেরকে রূপসী সুন্দরী
রমণী এবং অর্থ-
বিত্তশালীরা পাপ কার্যের (যিনার দিকে
আহবান জানিয়েছে)। অথচ সুযোগ থাকা সত্ত্বেও
একমাত্র আল্লাহর ভয়ে তা
প্রত্যাখান করেছে।
[বুখারী,  মুসলিম, মিশকাত হা/৭০১, বাংলা মেশকাত হা/৬৪৯]

আল্লাহ তা'আলা আমাদের সকলকে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবার তৌফিক দান করুন।
৷ ৷ আমীন ৷ ৷

2 Comments

Thank you for your Comment

  1. বুখারিতে হাদিস নাম্বার কত?

    ReplyDelete
    Replies
    1. বুখারী ৬৬৩নং, মুসলিম ১০৩১নং

      Delete
Previous Post Next Post

Contact Form