Surah Al-Fatiha


( 1 )   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
( 2 )   যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
( 3 )   যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
( 4 )   যিনি বিচার দিনের মালিক।
( 5 )   আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
( 6 )   আমাদেরকে সরল পথ দেখাও,
( 7 )   সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
1. In the name of Allah, the Beneficent, the Merciful
 2. Praise be to Allah, Lord of the Worlds
 3. The Beneficent, the Merciful
 4. Owner of the Day of Judgment,
 5. Thee (alone) we worship; Thee (alone) we ask for help.
 6. Show us the straight path
 7. The path of those whom Thou hast favoured. Not (the path) of those who earn Thine anger nor of those who go astray.
 بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
 ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
 ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
 مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
  إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
 ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ
 صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form