সা’দ ইবনু আবু ওয়াক্কাছ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
‘সৌভাগ্যবান হওয়ার চারটি জিনিস রয়েছে -
(১) সতী সাধ্বীস্ত্রী
(২) প্রশস্ত বাসস্থান
(৩) সৎ ও উপযুক্ত প্রতিবেশী
(৪) আরামদায়ক যানবাহন।
আর দুর্ভাগা হওয়ার চারটি জিনিস রয়েছে-
(১) খারাপ প্রতিবেশী
(২) মন্দ আচরণের স্ত্রী
(৩) বিপদজনক যানবাহন
(৪) সংকীর্ণ বাসস্থল’
(সিলসিলাছহীহাহা/২৮৩,১৯০৩)।
Tags
Hadith