দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজ নষ্ট হয় কি?

এতে ছিয়াম ভঙ্গ হবে না। কারণ
এটি মানুষের নিয়ন্ত্রণাধীন বিষয় নয়।
আর যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তা
করার জন্য মানুষকে বাধ্য করা হয়নি।
ব্যাপারটি অনিচ্ছায় বমন করার মত।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, কারো
অনিচ্ছায় বমি  হ’লে ছিয়াম নষ্ট হবে
না’
(আবুদাঊদ, মিশকাত হা/২০০৭;ইরওয়া ৪/৫১ পৃঃ) ।

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form