শাওয়াল মাসে ছয়টি রোজা আদায়ের ফজিলত

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি রামাযানের ছিয়াম পালন শেষে শাওয়াল মাসের ছয়টি ছিয়াম পালন করল, সে যেন সারা বছর ছিয়াম পালন করল’
(মুসলিম, মিশকাত হা/২০৪৭) ।

অন্য হাদীছে বলা হয়েছে যে, এক বছরের হিসাব রাসূলুল্লাহ (ছাঃ) এভাবে দিয়েছেন যে, ‘রামাযানের একমাস ছিয়াম (১০ গুণ নেকী ধরলে) ১০ মাসের সমান এবং (শাওয়ালের) ছয়টি ছিয়াম দু’মাসের সমান’ (ইবনু মাজাহ হা/১৭১৫; ইরওয়া ৪/১০৭ পৃঃ হা/৯৫০-এর আলোচনা)। এভাবে মোট বারো মাস বা সারা বছর।

আল্লাহ আমাদের সবাইকে রামজানের রোজ শেষ করে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form