আযানের কালেমা সমূহ ( كلمات الأذان) এবং এর বাংলা অর্থ
আল্লা-হু আকবার (اللهُ أَكْبَرُ)
অর্থঃ আল্লাহ সবার চেয়ে বড়
আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হ (أَشْهَدُ أَن لاَّ إلَهَ إِلاَّ اللهُ)
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ)
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল
হাইয়া ‘আলাছ ছালা-হ (حَيَّ عَلَى الصَّلاَةِ)
অর্থঃ ছালাতের জন্য এসো
হাইয়া ‘আলাল ফালা-হ (حَيَّ عَلَى الْفَلاَحِ)
অর্থঃ কল্যাণের জন্য এসো
আল্লা-হু আকবার (اللهُ أَكْبَرُ )
অর্থঃ আল্লাহ সবার চেয়ে বড়
লা ইলা-হা ইল্লাল্লা-হ (لآ إلَهَ إِلاَّ اللهُ)
অর্থঃ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই
আছছালা-তু খায়রুম মিনান নাঊম (اَلصَّلاَةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ)
অর্থঃ নিদ্রা হ’তে ছালাত উত্তম
Tags
Dua - দো'আ