মুসলিম যুবকদের পথভ্রষ্টতার মুল কারন


হে আল্লাহ তোমার নিকট সাহায্য চাই, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা হতে ৷
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি –

অত্যন্ত লজ্জা আর দুঃখ নিয়ে একটি বিষয়ে লিখতে শুরু করলাম, আর তা হলো, মুসলিম যুবকদের পথভ্রষ্টতার মুল কারন 

আমরা মুসলমান ৷ কেন আমরা মুসলমান?
কারন আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, জন্ম থেকে মৃত্যু, কবর জীবন আখিরাত কিয়ামত
  তার জান্নাত জাহান্নাম, ফেরেশতা, তার প্রেরিত নবী রাসূল এবং তাদের আনিত কিতাবের প্রতি, আমাদের এবং পূর্ববতী সকল নবী রাসূলের ৷

আমরা মানি সকল কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সকল কিছুর সৃষ্টিকারী ৷ একমাত্র হুকুম করার মালিক তিনি, আমরা তার নির্দেশ মেনে চলি ৷ আমরা মুসলমানরা সবাই এসব জানি, এবং বলি আবার কেউ কেউ হয়ত মেনে চলি 
আমাদের আজকের যেটা আলোচনার বিষয় আসুন সেটির দিকে একটু মুখ ঘুরাই
মুসলিম যুবককে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে ৷

১৷ সাধারন মুসলিম যুবকঃ যারা জন্মসূত্রে মুসলমান এবং যাদের পরিবার ততটা ইসলামিক পরিবেশের না এবং যুবক নিজেও কখনো ইসলাম নিয়ে গবেষণা করেনি ৷

২৷ আলেম বা জ্ঞানী যুবকঃ যে ইসলাম বিষয়ে মাদ্রাসায় পড়াশুনা করেছে ৷ (হাফেজ,আলেম) তার পরিবার অনেকটা ইসলামিক মাইন্ডের কিন্তুু সমাজের সাথে তাল মিলিয়ে চলে ৷

৩৷ ইসলামী আন্দোলনের কর্মি কিংবা মুজাহিদঃ এমন যুবক যে ইসলামকে জেনেছে, মুখে মনেছে এবং বাস্তব জীবনে, তথা ব্যাক্তি, পরিবার
  সমাজ, রাষ্ট্রে তা কায়েম করতে নিজেকে অন্য মুসলিম ভাইদের সাথে একত্রিত হয়েছে ৷

এই তিন শ্রেণীর মুসলিম যুবকদের মাঝে অনেকে পথভ্রষ্ট হয়েগেছে 

সাধারনত প্রথম শ্রেনীর যুবক বেশি পথভ্রষ্ট হয়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় ৷
প্রথম ও দ্বিতীয়র তুলনায় তৃতীয় দের পথভ্রষ্টতার সংখ্যা অনেক কম ৷

পথভ্রষ্টতার কারণঃ
১৷ প্রথম শ্রেণীর পথভ্রষ্টতা খুবই স্বাভাবিক কারন ছোট থেকে ইসলামী মাইন্ড নিয়ে বড় হয়নি যেহেতু তাদের পিতামাতা ততটা ইসলামী মাইন্ডের ছিলনা, তারাও চেষ্টা করেনি জানার, সেহেতু তারা অধিক পরিমানে পথভ্রষ্ট ৷ আর এ থেকে ক্ষমা পাওয়া অন্যদের তুলনায় সহজ , যেহেতু তারা জানতনা ৷
কিছু কারন উল্লেখ করা যায়ঃ

১। ইসলামী জ্ঞান অর্জন না করা বা কারো কাছথেকে জেনে না নেয়া ৷
২। জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ না করা ৷
৩। নিয়মিত ফরজ সমূহ তরক করা ৷ যেমনঃ নামাজ, রোজা, পর্দা ইত্যাদি ৷
৪। অইসলামিক সমাজে বসবাস ৷
৫। মৃত্যুর কথা স্মরন না হওয়া ৷

২৷ দ্বিতীয় শ্রেনীর যুবক পথভ্রষ্টতার পর্যায় প্রথম শ্রেনীর থেকে অনেক দুরে থাকলেও তা কম নয় ৷
এদের কিছু কারন উল্লেখ করা যায়ঃ

. আল্লাহর স্মরন থেকে দুরে থাকা ৷
. নিয়মিত কুরআন হাদিস অধ্যায় না করা ৷
. পর্দার বরখেলাপ, নামাজ নিয়মিত কাযা করা ৷ 
. নাচ গান, সিনেমা, নাটক এর প্রতি আকৃষ্ট হওয়া ৷
. অইসলামিক সমাজে বসবাস এবং ইসলামিক মনমানসিকতা হীন বন্ধুদের সাথে অধিক চলা ফেরা ৷

৩৷ তৃতীয় শ্রেণীর যুবকদের কাছথেকে এটি আশা না করা গেলেও কিছুকিছু যুবক পথভ্রষ্ট হচ্ছেই, এটা অত্যন্ত লজ্জা জনক, যে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিবে সে যদি তার বরখেলাপ করে তবে তার শাস্তির কথা কল্পনা করা যায়না ৷
এদের কিছু কারনঃ

. নিয়মিত কুরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য অধ্যায়ন না করা ৷
. পর্দার বিধান মেনে না চলা ৷ ফরজ ইবাদতের বেলায় কম মনোযোগী হওয়া ৷
. প্রথম শ্রেণীর যুবকদের সাথে চলাফেরা করতে করতে তা তাদের মাঝে থাকতে গিয়ে

" আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন " আমিন


Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form