অকালমৃত্যু কি সময়ের পূর্বেই মৃত্যু?

bangla islamic blog, ialamer alo, hadith, quran, islam, bangl, articale, dua, salat, shariah, islamic song, jihad

প্রত্যেক প্রাণীর মৃত্যু নির্দিষ্ট সময়ে হবে ( সূরাঃ নূহ, আয়াতঃ ৪ ) 

আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন, ‘তিনি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন সেই মেয়াদকাল এসে যায়, তখন তারা তা মুহূর্তকাল দেরী বা এগিয়ে আসতে পারে না (সুরাঃ নাহল আয়াতঃ ৬১)। 
এর উপরেই ঈমান রাখতে হবে। ‘অকালমৃত্যু’ দ্বারা নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যুকে বুঝানো হয় না, বরং এর দ্বারা কম বয়সে মৃত্যু বুঝানো হয়। কিন্তু কেউ যদি এর দ্বারা নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যু বা অকাল মৃত্যু বুঝে থাকে তাহ’লে সেটা মারাত্মক ভুল হবে।

Post a Comment

Thank you for your Comment

Previous Post Next Post

Contact Form