হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন (মুতার যুদ্ধে সেনাদল
পাঠানোর পর একদিন) রাসূলুল্লাহ (সা.) খুতবা দিতে গিয়ে বললেন, যায়েদ পতাকা
ধারণ করল অতঃপর শাহাদাত বরণ করল। তারপর জাফর পতাকা ধারণ করল সেও শহীদ হলো।
অতঃপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করল কিন্তু সেও শাহাদাত বরণ
করলো। তারপর খালিদ বিন ওয়ালিদকে কেউ নেতা মনোনীত করা ছাড়াই সে পতাকা ধারণ
করল। এতে বিজয় লাভ করলো। নবী (সা.) আরো বললেন, তারা শাহাদাতের মর্যাদা লাভ
না করে আমাদের মাঝে থাকলে তা আমাদের জন্য এখনকার চেয়ে আনন্দদায়ক হত না।
বর্ণনাকারী আইয়ুব বলেন, নবী করীম (সা.) এ কথাগুলো বলার সময় নবীজীর দুচোখ
দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। (বুখারী)
Tags
Hadith