সাইয়েদ আবুল আলা মওদুদী লিখেছেন-
দ্বন্দ্বের তীব্রতা যতই বৃদ্ধি পায় আদর্শবাদী দল বিরুদ্ধবাদীদের মোকাবেলায় ততই উন্নত
চরিত্র ও মহান মানবিক গুণ মাহাত্ম্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে থাকে। কঠিন কঠোরতম
পরীক্ষার সময়ও এই দল কোনরূপ মিথ্যা, প্রতারণা ও শঠতার আশ্রয় নেবে না। কূটিলতা ষড়যন্ত্রের
প্রত্যুত্তরে তারা সহজ-সরল কর্মনীতিই অনুসরণ করবে। প্রতিশোধ গ্রহণের তীব্র উত্তেজনার
সময়ও অত্যাচার-অবিচার, উৎপীড়নের নির্মমতায় মেতে উঠবে না। যুদ্ধেও প্রবল সংঘর্ষের কঠিন
মুহূর্তেও তারা নিজেদের নীতি আদর্শ পরিত্যাগ করবে না। কারণ সেই আদর্শের প্রচার প্রতিষ্ঠার
জন্যই তো তার জন্ম। এজন্য সততা, সত্যবাদিতা, প্রতিশ্রুতি পূরণ, নির্মল আচার-ব্যবহার
ও নিঃস্বার্থ কর্মনীতির ওপর তারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। যারা আর কিছুই বলেনি-শুধু
বলেছে, হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে
আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের ওপর আমাদিগকে সাহায্য কর। (৩:১৪৭)
আল্লাহ বলেন-হে ঈমানদারগণ!
ধৈর্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের
উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে
কুরআনে বলা হয়েছে-কাফেররা
তাদের কুফরির ব্যাপারে যে দৃঢ়তা-অবিচলতা দেখাচ্ছে এবং কুফরির ঝাণ্ডা সমুন্নত রাখার
জন্য যে ধরনের কষ্ট স্বীকার করছে তোমরা তাদের মোকাবিলায় তাদের চাইতেও বেশ দৃঢ়তা, অবিচলতা
ও মজবুতি দেখাও। আর তাদের মোকাবিলায় তোমরা দৃঢ়তা, অবিচলতা ও মজবুতি দেখাবার ব্যাপারে
পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করো।(৩:২০০)
আল্লাহ বলেন-অবশ্য ধন-সম্পদে
এবং জনস¤পদে তোমাদের পরীক্ষা হবে এবং
অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভন উক্তি।
আর যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং পরহেজগারি অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের
ব্যাপার। (৩:১৮৬)
আল্লাহ বলেন- “(সে মুহূর্তের
কথাও স্মরণ করো,) যখন তুমি মোমেনদের বলছিলে, (যুদ্ধে বিজয় লাভ করার জন্য) তোমাদের মালিক
যদি আসমান থেকে তিন হাজার ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের (বিজয়ের
জন্য তা কি) যথেষ্ট হবে না।”
আল্লাহ বলেন- যদি আল্লাহ তোমাদের
সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের ওপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের
সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগণের
ভরসা করা উচিত। (৩:১৬০)
Tags
History