খৃস্টান শিক্ষিকার ইসলাম গ্রহণ



আমেরিকার একটি স্কুলে,ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খৃস্টান ম্যাডাম ।
ক্লাসের এক ফাঁকে ম্যাডাম বাচ্চাদের
জিজ্ঞাসা করলেন-তোমরা বড় হয়ে কে কি হতে চাও?

সবাই এক এক করে বলতে লাগলো- আমরা পাইলট হবো,চাঁদের দেশে যাব। কেউ কেউ বললো-ডাক্তার,বিজ্ঞানি,ইঞ্জিনিয়ার হতে চাই। অতঃপর ম্যাডাম লক্ষ্য করলেন- ছোট্ট একটি ছেলে সে কিছুই বলছে না। ছেলেটিকে প্রশ্ন করলেন-তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলল-আমি বড় হয়ে 'সাহাবী' হতে চাই। ম্যাডাম থমকে গেলেন! মনে মনে ভাবলেন 'সাহাবী'আবার কি? ম্যাডাম ক্লাস শেষ করেই-সেই ছেলেটির মায়ের কাছে ফোন দিলেন।

ছেলেটির মাকে বললেন- আপনার ছেলে বড় হয়ে 'সাহাবী' হতে চায়, এখন আমি জানতে চাই 'সাহাবী' মানে কি? ছেলেটির মা বলল-ফোনে 'সাহাবী' চিনানো যাবে না । আপনি যদি বাসায় আসেন,আমি বুঝিয়ে দিব। অমূল্য হেদায়াত যেন সেই খৃস্টান ম্যাডামকে হাতছানি দিয়ে ডাকছে...

পরদিন ম্যাডাম সেই ছেলেটির বাসায় গেলেন । ছেলেটির মা রাসূলুল্লাহ (সাঃ)এর আগমনের পূর্বে অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন। নারীদের অবমাননা,দূর্বলদের প্রতি সবলদের অত্যাচার,মারামারি ঝগড়া-বিবাদ ইত্যাদির কথা বললেন । অতঃপর রাসূলুল্লাহ (সা:) এর ছোঁয়ায় পৃথিবী আলোকিত হল,নারীরা সম্মান পেল,ধনী গরীব সমান হলো ইত্যাদি স্বর্ণালি যুগের কথা বললেন । তুলে ধরলেন সাহাবীদের জীবন চলার পাথেয় ।বিশিষ্ট চার সাহাবীর জীবন কাহিনী বললেন । ইসলামের মাহাত্ম্য তুলে ধরলেন,আল-কুরআনের বাণী বললেন ।

ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে এসে, সত্য ধর্ম ইসলামের পরিচয় জানলেন । ছেলেটির মাকে বললেন- ইসলামি কিছু বই দেওয়ার জন্য । ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি আল-কুরআন আর কিছু ইসলামি বই দিল। বই গুলো পড়ে সেই ম্যাডাম কিছু দিন পর ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন । সুবহানাল্লাহ! একজন মুসলিম 'মা'তো এমনি হওয়া চাই। নিজ সন্তানকে রুপকথার রাজ্যের,পরীদের, কাল্পনিক কাহিনী না বলে ইসলামের কথা বললেন । যার ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমে একজন খৃস্টান ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন ।


2 Comments

Thank you for your Comment

  1. খুব সুন্দর গল্প
    https://knowledgepoint00.blogspot.com/

    ReplyDelete
  2. আনেক সুন্দর হয়েছে

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form