১। তার পাপ ক্ষমা
করে দেয়া হবে
২। কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে
৩। কিয়ামতের দিন কঠিন মূহুর্ত থেকে মুক্তি পাবে
৪। ঈমানের অলঙ্কার (তাজ, চাদর) পরানো হবে
৫। সুনয়না হুরীদের সাথে বিবাহ দেয়া হবে
৬। তার নিজ পরিজনের মধ্যে হতে ৭০ জনের জন্য তার সুপারিশ গ্রহন করা হবে ।
যেমন
হাদীসে বর্ননা করা হয়-
মিক্বদাম বিন
মা’দিকারিব কিন্দী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“মহান আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে ৬টি দান; তার রক্তের প্রথম ক্ষরণের সাথে তার পাপ ক্ষমা করা হবে, জান্নাতে তার বাসস্থান দেখানো হবে, কবরের আযাব থেকে
নিষ্কৃতি দেওয়া হবে, কিয়ামতের মহাত্রাস থেকে নিরাপত্তা পাবে,
ঈমানের অলঙ্কার পরিধান করবে, সুনয়না হুরীদের
সাথে তার বিবাহ দেওয়া হবে এবং তার নিজ পরিজনের মধ্যে ৭০ জনের জন্য তার সুপারিশ
গ্রহণযোগ্য হবে।” (আহমাদ ১৭১৮২, তিরমিযী ১৬৬৩, ইবনে মাজাহ ২৭৯৯, সহীহ তিরমিযী ১৩৫৮ নং)
অপর এক হাদীসে
বর্ননা করেন-
মিকদাব ইবনু
মা’দীকারিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শহীদের
জন্য আল্লাহ্ তা’আলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তাঁর প্রথম রক্তবিন্দু
পড়ার সাথে সাথে তাঁকে ক্ষমা করা হয়, তাঁকে তাঁর জান্নাতের
বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাঁকে মুক্তি দেওয়া হয়,
সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তাঁর মাথায়
মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তাঁর
মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হূরকে
বিয়ে দেওয়া হবে এবং তাঁর সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তাঁর সুপারিশ ক্ববূল করা হবে।
সহীহ্,
আহকা-মুল জানায়িজ (৩৫-৩৬), তা’লীকুর রাগীব
(২/১৯৪), সহীহা (৩২১৩)
Tags
Hadith